মানুষ এখন কথা বলে ইনস্ট্যান্ট ম্যাসেজিং-এ! সরাসরি কথার তুলনায় আইএম-এর প্রতি মানুষের আকর্ষণের প্রধান কারণ এতে যোগাযোগ করা যায় সহজেই। আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন আইএম থাকলে আর মোবাইলে দেশে-বিদেশে কল বা এসএমএস নিয়ে ভাবতে হয় না। মোবাইল ফোনে সরাসরি কথা বলা হ্রাসের হার থেকে বিশেষজ্ঞের ধারণা একসময় পুরোপুরিই উঠে যাবে কল ও এসএমএস, সবাই যোগাযোগ করবে ইনস্ট্যান্ট ম্যাসেজিং ব্যবহার করেই।
আইএম যোগ করে বাড়ান আপনার ভিওআইপি ব্যবসায় লাভের পরিমাণ
২০১৫ সাল নাগাদ সারা পৃথিবীতে বিভিন্ন ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৩২০ কোটির উপরে (সূত্র: র্যাডিকাটি)। ২০১৯ সালের মধ্যে এই সংখ্যা দাঁড়াবে ৩৮০ কোটি। ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেকের বেশি (৫৫%) কোনো না কোনো ইনস্ট্যান্ট ম্যাসেজিং সেবা (যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার ইত্যাদি) ব্যবহার করে থাকেন। সার্বিক দিক বিবেচনায় ভিওআইপি সার্ভিস প্রোভাইডারদের জন্যও এটিই উৎকৃষ্ট সময় সেবায় ইনস্ট্যান্ট ম্যাসেজিং যোগ করার।
ভিওআইপি ব্যবসায় ইনস্ট্যান্ট ম্যাসেজিং যোগ করার সুবিধা
• এতে গ্রাহকদের আস্থা বাড়বে
• ব্যবসায় স্বতন্ত্রতা তৈরি হবে
• দীর্ঘ মেয়াদে মুনাফার সুযোগ
আসছে দিনে যোগাযোগ খাতের মূল চালিকাশক্তি হবে ইনস্ট্যান্ট ম্যাসেজিং, তাই একজন ভিওআইপি সার্ভিস প্রোভাইডার হিসেবে সমৃদ্ধ আগামীর লক্ষ্যে এখন থেকে তৈরি হোন ভবিষ্যতের জন্য।